ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২১
ছাতক প্রতিনিধি
ছাতকে মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বামীর শোক সইতে না পেরেই স্ত্রী মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শেষ বয়সেও স্বামীÑস্ত্রীর এমন ভালোবাসা সত্যিই নজিরবিহীন বলে আখ্যায়িত করেছেন স্থানীয়রা। তারা বলেন, চোখের সামনেই স্বামীর লাশের পাশে বসে কাঁদতে কাঁদতে স্ত্রীও মারা গেলেন। এটি সত্যিই অবিশ্বাস্য ও অকল্পনীয়। এ ঘটনায় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপির দশঘর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
শোকাহত পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মাহমুদ আলী ও শিক্ষক রেজ্জাদ আহমদ জানান, মঙ্গলবার গভীর রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন দশঘর গ্রামের সিকন্দর আলী (১১৭)। স্বামীর মৃত্যুর পর লাশের পাশে বসে অঝোরে কাঁদতে থাকেন স্ত্রী আছাবি বেগম (৮৫)। একটা সময় তিনি সজ্ঞা হারিয়ে ফেলেন। দীর্ঘক্ষণ পরেও জ্ঞান না ফেরাতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়। কিন্তু এর আগেই তিনি স্বামীর সহযাত্রী হয়ে না ফেরার দেশে পাড়ি জমান।
মৃত্যুবরণকারী দম্পতি সাবেক ইউপি মেম্বার লুৎফুর রহমান-সহ ৫ পুত্র ও ৩ কন্যা সন্তানের জনক-জননী। মৃত্যুকালে তারা আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তাদের নিজবাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host