ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, আইনপেশায় ২৫ বছর পূর্ণকারী বিজ্ঞ সদস্যবৃন্দের রজতজয়ন্তী, অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও আইনজীবীদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, বিচারপতি মোহাম্মদ ইমান আলী।
প্রধান অতিথি তার বক্তব্যের প্রারম্ভে কয়েকজন সিনিয়র এডভোকেটের নাম উল্লেখ্য করেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন- সিলেট বার আমার বার। আইনজীবীরা হচ্ছেন সামাজের কান্ডারী। আইনজীবীরা সহযোগিতা করেন বলে বিজ্ঞ বিচারকমণ্ডলীদের কাজ চালিয়ে যেতে অনেক সহজ হয়। সিলেট বার অনেক সমৃদ্ধ ও সুন্দর। আপনারা বলেছেন বিচার ভালো হচ্ছে। কিন্তু দেশে এখনো ৩৩ লাখ মামলায় জট রয়েছে।
প্রধান অতিথি বলেন, জুনিয়র থেকে সিনিয়র হয়ে যান ভাল কথা কিন্তু, জজ সাহেবদের সাথে ঝগড়া করবেন না। আপনারা মনে রাখবেন মক্কেল চলে যাবে কিন্তু জজ সাহেব থাকবেন। এসময় সিনিয়র আইনজীবীরা বিজ্ঞ জুনিয়র গড়ে তুলার কথা বলেন। আমাদের সকলকেই একটা লক্ষ্য নিয়ে কাজ করতে হবে দেশে আইনের শাসন প্রতিষ্টা করা। বর্তমানে আইনিপেশাও টেকনলোজির দিক দিয়ে অনেকদূর এগিয়ে গেছে। এখানে মিলিত হতে পেরে খুব ভাল লাগছে।
অনুষ্ঠানে সভাপত্বিত করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা এডভোকেট। সমিতির যুগ্ম মোহাম্মদ আব্দুছ ছাত্তার এডভোকেট ও এন.আই.এম. মাছুম চৌধুরী এডভোকেট এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ এডভোকেট।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এম. আব্দুল করিম আকবরী এডভোকেট এবং গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য মি. ড. দিলীপ কুমার দাশ চৌধুরী এডভোকেট।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোঃ গোলাম মর্তুজা মজুমদার, সিলেটের মহানগর দায়রা জজ মোঃ মফিজুর রহমান ভূঞা, সিলেট জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মোঃ লুৎফুর রহমান এডভোকেট, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক নির্বাচিত সদস্য এবং সিলেটের বিজ্ঞ পি.পি. মিসবাহ উদ্দিন সিরাজ এডভোকেট, বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য এবং সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ.এফ. মোঃ রুহুল আনাম চৌধুরী (মিন্টু) এডভোকেট, সিলেটের বিজ্ঞ জি.পি. খাদেমুল মিল্লাত মোঃ জালাল এডভোকেট এবং প্রধান অতিথি মহোদয়ের সহধর্মিনী দিলরুবা আলীও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অতিথিদের পর্যায়ক্রমে ফুল দিয়ে বরণ করেন সিলেট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন এডভোকেট এবং সহ সমাজ বিষয়ক সম্পাদক মোঃ অহিদুর রহমান চৌধুরী এডভোকেট, সমিতির কার্যনির্বাহী কমিটির লাইব্রেরী সম্পাদক মোছাঃ রাহিমা খানম রীমা এডভোকেট, সমিতির সহ সম্পাদক মোঃ হেদায়েত হোসেন তানবীর এডভোকেট, সমিতির সহ সম্পাদক মোঃ রব নেওয়াজ রানা এডভোকেট, সমিতির সহ সম্পাদক ইমরান আহমদ এডভোকেট, সমিতির সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন এডভোকেট, সমিতির সহ সমাজ বিষয়ক সম্পাদক মোঃ অহিদুর রহমান চৌধুরী এডভোকেট।
মাননীয় প্রধান অতিথিকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন সমিতির সম্মানীত সভাপতি মোহাম্মদ লালা এডভোকেট মহোদয় এবং সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ এডভোকেট মহোদয়।
অনুষ্ঠানের ২য় পর্বে সমিতির সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন এডভোকেট এবং সহ সমাজ বিষয়ক সম্পাদক মোঃ অহিদুর রহমান চৌধুরী এডভোকেট-এর যৌথ পরিচানায় এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host