ঢাকা ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬
বিজয়ের কণ্ঠ ডেস্ক
ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিবে। তাই তাদেরকে মেধাবী হওয়ার পাশাপাশ নৈতিকতা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধার বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি বলেন, সিলেট আইডিয়াল মাদ্রাসা সকল ক্ষেত্রে তার সফলতার নজির স্থাপন করেছে। দাখিল, আলিম পরীক্ষায় প্রতিষ্ঠানটি সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এছাড়া কুচকাওয়াজেও প্রতিষ্ঠানটি সাফল্য লাভ করেছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশে তাদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। এর ধারা অব্যাহত থাকলে আইডিয়াল মাদ্রাসা একদিন সিলেটের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠে পরিনত হবে।
তিনি সোমবার (১৯ জানুয়ারী) সিলেট নগরীর উপশহরস্থ ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ সিলেট আইডিয়াল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা এ এইচ এম সোলাইমানের সভাপতিত্বে ও ভাইস-প্রিন্সিপাল মাওলানা আহমদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদরাসার রেক্টর জাহেদুর রহমান চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র শিক্ষক নাজিম উদ্দীন, ডে শিফটের ইনচার্জ মো ফারুক মিয়া, আহমদ আল মাসউদ ও আমীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ৪ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host