ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১
ছাতক প্রতিনিধি
ছাতকে সিলেট বিভাগীয় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইদ্রিস আলী (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাত সর্দার ইদ্রিস ছাতক উপজেলার চলিতার বাগ গ্রামের রোয়াব আলীর ছেলে।
ছাতক থানা পুলিশ জানিয়েছে, সিলেট দক্ষিণ সুরমা থানা পুলিশের সহযোগিতায় দক্ষিণ সুরমা থানা এলাকার দরিয়া শাহ মাজার সংলগ্ন সুরমা নদীর ফেরিঘাট এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত সর্দার ইদ্রিস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাতক ও সিলেটসহ বিভিন্ন থানায় ১৪টিরও বেশী অস্ত্র, বিস্ফোরক, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে। সে খুব দুরন্ত। তার নেতৃত্বে ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন এলাকায় ডাকাতির নকশা প্রস্তুত করা হতো। তারপর সহযোগিদের নিয়ে নকশানুযায়ী ডাকাতি করা হতো।
জানা যায়, রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার উপপরিদর্শক হাবিবুর রহমান পিপিএম, সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান ও সুমন চন্দ্র গোপসহ একদল পুলিশ সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশকে সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা কদমতলীস্থ দরিয়া শাহ মাজার সংলগ্ন সুরমা নদীর ফেরীঘাট এলাকা থেকে ইদ্রিস আলীকে গ্রেপ্তার করে ছাতক থানায় নিয়ে আসা হয়। পরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) বিল্লাল হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ডাকাত ইদ্রিস আলী আন্তঃজেলা ও সিলেট বিভাগীয় ডাকাত দলের সর্দার। পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host