ঢাকা ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১
দোয়ারাবাজার সংবাদদাতা
দেড় বছর পর সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও বন্ধ ছিলো সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার। রোববার সকাল থেকে বিদ্যালয়টি তালাবদ্ধ থাকায় শিক্ষার্থীদের ফিরে যেতে হয়েছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বিদ্যালয়ের তালাবদ্ধ থেকে শিক্ষার্থীরা ফিরে যায়। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা সেখানে যান। পরে এম এ মোতালিব ভূঁইয়া নামের একজন ছবি তুলে সেটি ফেসবুকে দিলে ক্ষুব্ধ হন ওই স্কুলের শিক্ষকরা। কিছুক্ষণপর ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন ওই সাংবাদিকের মোবাইলে কল দিয়ে গালি দিয়ে দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনায় ওই সাংবাদিক দোয়ারাবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ বিষয়ে আলমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মিয়া বলেন, বিদ্যালয় খোলা হয়েছে। সাংবাদিকের সঙ্গে সহকারী শিক্ষক আল আমিনের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার ছানা বলেন, বিদ্যালয় তালাবদ্ধ রাখার খবর পেয়েছি। আমরা এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবো।
বিষয়টি নিয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, সংবাদকর্মীকে শারীরিক লাঞ্ছিতের হুমকি দেওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host