ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সফররত ব্রিটিশ পার্লামেন্টারি দলকে সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। শনিবার (৭ জানুয়ারি) বিকেলে নগর ভবনে দেয়া সংবর্ধনায় রোশনারা আলী সহ ব্রিটিশ পার্লামেন্টের চার এমপি উপস্থিত ছিলেন।
জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ’র সঞ্চালনায় সংবর্ধনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত লেবারপার্টি নেতা ব্রিটিশ এমপি রোশনারা আলী, টম হান্ট এমপি, জনাথন রেনল্ডস এমপি ও মোহাম্মদ ইয়াসিন এমপিকে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক তোলে দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ব্রিটিশ-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সর্ম্পক আরো দীর্ঘকরণে ব্রিটিশ পার্লামেন্টারি দলের এমপিগণ আলোচনা করেন। দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোশনারা আলী এমপির রাজনৈতিক সচিব এমি লেইমিং, ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের কর্মকর্তা রাহিন চৌধুরী, সিসিক কাউন্সিলর মো. আজম খান, কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আকতার কনা, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, কর কর্মকর্তা জামিলুর রহমান, প্রধান এসেসর মো. আব্দুল বাছিত, তথ্য কর্মকর্তা জয়দেব বিশ্বাস, লাইসেন্স অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, বাজার তত্ত্বাবধায়ক আলবাব আহমেদ চৌধুরী প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host