ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩
শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) হিজল বাড়িতে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শীতাংশু শেকড় ধর সীতু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব মোঃ হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী, পূর্ব পাগলা সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রফিক খান, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ, দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দরগাপাশা ইউপি সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, পশ্চিম বীরগাঁও সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফয়জুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম।
এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা তেরাব আলী, আওয়ামী লীগ নেতা আসাদ মিয়া, উপজেলা তাতিলীগের সভাপতি মোস্তফা আহমেদ, যুগ্ম আহবায়ক আব্দুল গনী ভান্ডারী, যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুল, পূজা উদযাপন কমিটির সভাপতি জ্যোতি ভূষন তালুকদার জন্টু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব জয়ন্ত ব্যানার্জি, উপজেলা আওয়ামী লীগ নেতা ননী গোপাল দাশ, আওয়ামী লীগ শাহীন আহমেদ, আওয়ামী লীগ নেতা আরটিএন নিজাম উদ্দিন, উপজেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, উপজেলা আওয়ামী লীগ নেতা মাহবুব আলম রুবেল, উপজেলা পূজা উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক সমিরণ চন্দ্র দাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রয়েল আহমেদ, সাবেক সাধারন সম্পাদক ইমরান হোসেন তালুকদার, দরগাপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আবু খালেদ চৌধুরী রুবেল,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুর রহমান মাজেদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দিলন আহমেদ প্রমুখসহ বিভিন্ন অংগ সংঘটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host