ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩
সিলেট, গাজীপুর, বরিশাল, খুলনা এবং রাজশাহী সিটি কর্পোরেশন ও পাঁচ পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার (৯ এপ্রিল) সকালে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রম শুরু করেন দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপন। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী।
রোববার সকাল ১১টায় রজধানীর ধানমন্ডিস্থ দলের সভাপতির কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে গোলাম সোবহান চৌধুরী দিপন জানান, সাবেক ছাত্রনেতা ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। বর্তমানে যুক্তরাজ্য সফররত অধ্যাপক জাকির হোসেন আগামীকাল সোমবার দুপুরের ফ্লাইটে সিলেটে এসে পৌঁছাবেন। তাঁর পক্ষে আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন, ১২ জুন বরিশাল এবং খুলনা সিটি কর্পোরেশন এবং ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host