ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের ন্যায় সিলেটেও মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে সিলেটের ৬ নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয় ৩০ প্লাটুন বিজিবি।
সিলেট সেক্টর কমান্ডার কর্নেল শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ১৯ ব্যাটালিয়ন থেকে সিলেট-২, সিলেট-৩ ও সিলেট-৫ আসনে নামানো হয়েছে ১৫ প্লাটুন বিজিবি। এছাড়া ৪৮ ব্যাটালিয়ন থেকে সিলেট-১, সিলেট-৪ ও সিলেট-৬ আসনে আরও ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, সিলেটের পাশাপাশি সিলেট সেক্টর থেকে সুনামগঞ্জেও নেমেছে আরো ১৫ প্লাটুন বিজিবি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host