ছাতক ইউএনও’র সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪

ছাতক ইউএনও’র সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা জামায়াতে ইসলামির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সংগঠনটির উপজেলা আমীর মাওলানা আকবর আলীর নেতৃত্বে সমবেত নেতৃবৃন্দ নবাগত ইউএনও মো. তরিকুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা ইউএনওকে ফুল দিয়ে বরণ করেন এবং বই উপহার দেন।

 

উপজেলার সকল বৈষম্য দূর এবং সততার সাথে সকলকে নিয়ে কাজ করার জন্য ইউএনও’র প্রতি আহ্বান জানান জামায়াতের নেতৃবৃন্দ। জবাবে নির্বাহী অফিসার সর্বাস্থায় সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, উপজেলা নায়েবে আমীর সৈয়দ মনছুর আহমদ, সেক্রেটারী হাফিজ জাকির হোসাইন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সালাহ উদ্দিন, উপজেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল মুমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা জামায়াত নেতা আব্দুল হাই আযাদ, সাবেক কাউন্সিলর ফয়জুর রহমান ও ইউপি সদস্য ফয়জুর রহমান প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর