সরকার ব্যর্থ হলে ১৮ কোটি মানুষের বিপ্লব ভেস্তে যাবে : কাইয়ুম চৌধুরী

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪

সরকার ব্যর্থ হলে ১৮ কোটি মানুষের বিপ্লব ভেস্তে যাবে : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বিগত সাড়ে ১৫ বছরে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে থলাবিহীন ঝুলিতে পরিণত করে হাসিনা জনরোষের মূখে ভারতে পালিয়েছে। সেখানে বসে রাষ্ট্রকে অস্থিশীল করার গভীর ষড়যন্ত্র করছে। তারা অন্তর্র্বতীকালীন সরকারকে অকার্যকর করে দিতে চায়। বিএনপি দেশের সর্বস্থরের জনগণকে সাথে নিয়ে এই সরকারের সাথে আছে। কোন অবস্থাতেই এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। কারন এই সরকার ব্যর্থ হলে ১৮কোটি মানুষের বিপ্লব ব্যর্থ হয়ে যাবে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিভিন্ন ভাবে ধর্মীয় উষ্কানী দিয়ে সাম্প্রদায়ীক সম্প্রতি বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সিলেটে সকল ধর্মের মানুষের সহাবস্থান অনন্তকালের। এখানে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় রীতিনীতি পালন করেন। তাই সিলেটের সকল ধর্মের মানুষ সাম্প্রদায়ীক সম্প্রীতিতে বিশ্বাসী।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আফরোজ মিয়ার সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সুনাহর আলী সুহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ও কোহিনূর আহমেদ, জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম, জামাল মিয়া, আব্দুল মালিক মল্লিক, পাবেল রহমান, জামাল আহমেদ মেম্বার, রায়হানুল হক, রিফল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর