ঢাকা ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শেখ মুজিবের ম্যুরালটি ভেঙে ফেলেছে তৌহিদী জনতা। বৃহস্পতিবার দিবাগত রাতেই ম্যুরালটি ভেঙে ফেলা হয়। এরআগে ম্যুরালটি অপসারণের জন্য সিলেটের প্রশাসনকে তিনদিনের আল্টিমেটাম দিয়েছিল তৌহিদী জনতা। বৃহস্পতিবার বিকেলে এই আল্টিমেটাম শেষ হওয়ার পর ওইদিন রাতেই ম্যুরালটি ভেঙে ফেলা হয়েছে।
এদিকে, শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুম্মা বিক্ষোভ সমাবেশের কর্মসূচি থাকলেও সেটি শুকরানা সমাবেশে পরিণত হয়। এতে উপস্থিত ছিলেন, তাওহিদি কাফেলার উপদেষ্টা সিলেটের সাবেক মেয়ার আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালি, সিলেট মহানগর বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী,হযরত শাহজালাল রহ তাওহিদি কাফেলার সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ,ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান,ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব,মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদের সমন্বয়ক মাওলানা সৈয়দ শামীম আহমদ,মাওলানা রফিকুল ইসলাম মুশতাক,আলহাবীব ছাত্র সংসদের জি এস আখতার আহমদ, ছাত্রনেতা খুবায়েব বিন জামীল,মুকাব্বির হুসেন, সিলেট মহানগর বিএনপির সহ- সভাপতি ছাদিকুর রহমান ছাদিক সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের অন্যতম নেতা সাবেক সিটি কাউন্সিলর আব্দুল কাদির সমছু সিলেট জেলা বিএনপির তাতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক জাতীয়তাবাদী শ্রমিকদল সিলেট বিভাগীয় সদস্য সানুর আহমদ সিলেট জেলা জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সভাপতি সোয়েব আহমদ সাধারন সম্পাদক নুরুল ইসলাম চন্চল সিলেট মহানগর ব্যবসায়ী দলের সভাপতি শামীম আহমদ সাধারন সম্পাদক মিজানুর রহমান ভুইয়া বিএনপি নেতা শের ইসলাম আব্দুর রহিম জুয়েল আহমদ সেকু ইমন আহমদ মোহাম্মদ সুজন প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host