ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫
স্বদেশ প্রত্যাবর্তনে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-০৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় নগরীর হোটেল পলাশে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা কাজী নুরুল হক, জেলা সদস্য সচিব এম এম কামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা রমিজ উদ্দীন, যুগ্ম আহ্বায়ক কারী হারুনর রশীদ, মাওলানা বিলাল উদ্দিন ও জনাব রাসেল আহলাম।
শুভেচ্ছা বক্তব্যে হেলাল উদ্দিন বলেন- জাতীয়তাবাদী ওলামাদল বিএনপির অন্যতম একটি অঙ্গ সংগঠন। দলের ধর্মীয় কার্যক্রমে এ দলের নেতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অন্যান্য ইসলামী দল যেভাবে ধর্মীয় মানুষ কে পাশে টানে সেভাবে ওলামাদল ইসলামীক নেতাদের ওলামাদলে সম্পৃক্ত করতে হবে। ওলামাদলের যেকোন কার্যক্রমে আমি আপনাদের পাশে রয়েছি। আপনাদের এ আয়োজনে আমি কৃতজ্ঞ, দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ওলামাদল সহ সকল নেতৃবৃন্দ কে একযোগে কাজ যেতে হবে।
পরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রুগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যনের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবদলের আহব্বায়ক কমিটির সদস্য কামাল উদ্দিন,জেলা ছাত্রদল নেতা আরিফ আহমদ, তোয়াকুল ইউনিয়ন সেচ্ছাসেবদলের আহব্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব এম এ মতিন, আনিসুল ইসলাম সালমান সহ রাজনৈতিক , সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host