ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫
ছাতক প্রতিনিধি
আযাদ দ্বীনি এদারায়ে তা’লিম বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষা ছাতক রশীদিয়া মাদ্রাসা গনক্ষাই এ অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন নোয়াগাঁও গনেশপুর তকবিয়াতুল উলূম মাদ্রাসা, জামেয়া ওমর বিন খাত্তাব রহমতুল্লাহি আলাইহি লক্ষী বাউর মাদ্রাসা, জামেয়া দারুল উলূম ছাতক মাদ্রাসা, রুক্কা মিফতাহুল উলূম মাদ্রাসাসহ ছাতকের ৫ টি মাদ্রাসার ১০৪ জন পরীক্ষার্থী। পরীক্ষাটি শুরু হয় বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে। চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
এতে উপস্থিত ছিলেন- ছাতক রশীদিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মন্জুর আহমদ এবং মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও বায়তুন নাজাত গণক্ষাই মসজিদের খতিব হাফিজ মাওলানা খালেদ আহমদ, মাস্টার খালেদ আহমদ, মাওলানা জাকারিয়াসহ প্রমুখ শিক্ষক মন্ডলি। ছাতক রশীদিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা খায়রুল ইসলাম জানান- ‘আমাদের মাদ্রাসায় এই প্রথমবারের মতো আযাদ দ্বীনি এদারায়ে তা’লিম বাংলাদেশের অধীনে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে বোর্ডের সকল নিয়ম অনুযায়ী পরীক্ষা পরিচালনা করব, ইনশাআল্লাহ্। ভবিষ্যতে এ দ্বারা বৃদ্ধি পাবে এই আশাবাদ ব্যক্ত করছি। এতে সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host