ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জামায়াতের যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে সংগঠনটির উপজেলা শাকার অস্থায়ী অফিসে এ কমিটি গঠন করা হয়।
উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আ হ ম ওয়ালীউল্লাহ সভাপতিত্বে ও রিয়াজ উদ্দিন রাজুর পরিচালনায় অনুষ্ঠিত কমিটি গঠন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা আফজাল হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি দেলোয়ার হোসেন ও পাইল গাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হুসেন গুলজার।
পরে তারা উপজেলা জামায়াতের সেক্রেটারি উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, সহ সভাপতি মুক্তাদির হুসেন টিটু, সেক্রেটারি আ কাদির লাক্সন, সহ সেক্রেটারি ছাদিকুর রহমান, বায়তুল মাল সম্পাদক শাহান উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক সৈয়দ ইসতেখার হুসেন, সংস্কৃতি সম্পাদক হোসাইন খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- দেশ ও জাতি গঠনে যুব সমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host