ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে চোরাই পথে কয়লা আনতে গিয়ে পাথরের গর্তে পড়ে মো. রজব আলী (৫০) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার লাকমা সীমান্তের ওপারে তিনি মারা যান বলে স্বজনেরা নিশ্চিত করেছেন। নিহত রজব আলী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা পশ্চিমপাড়ার বাসিন্দা।
রজবের স্বজনরা জানায়, বুধবার সকালে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতের অভ্যন্তরে কয়লা কুড়াতে যান রজব আলীসহ কয়েকজন শ্রমিক। তাহিরপুর সীমান্ত থেকে ওই কয়লাখনি প্রায় এক কিলোমিটার দূরে। কাজ করার সময় খনির গর্তে আটকা পড়েন রজব।
টেকেরঘাট পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক কার্তিক দাস বলেন, রজব আলী অবৈধভাবে ভারত থেকে কয়লা আনতে গিয়ে মাথায় পাথরের আঘাত পেয়ে মারা গেছেন বলে শুনেছেন। সন্ধ্যায় নিহত রজব আলীর বাড়িতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় কঠোর নজরদারির পরও ভোররাতে টহলদলের চোখ ফাঁকি দিয়ে ভারতের অভ্যন্তরের কয়লাখনিতে কাজ করতে গিয়ে মারা গেছেন এক শ্রমিক। আমরা তাঁর ব্যাপারে খোঁজ নিচ্ছি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host