ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরীর লাক্কাতুড়া চা বাগানের নিকটবর্তী কোম্পানীগঞ্জ বাইপাস সড়ক থেকে দুই নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে ওই দুই নারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৫ লিটার দেশিয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- সিলেটের এয়ারপোর্ট থানার লাক্কাতুড়া চা বাগানের ২নং লাইনের মৃত গোপাল দাশের স্ত্রী গীতা রানী বিশ্বাস (৩৫) ও একই এলাকার মৃত শ্রীধর দাশের স্ত্রী সারো দাস (৩৮)। অভিযানকালে তাদের সহযোগী আরও ২-৩ জন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গীতা রানীর কাছ থেকে ১৫ লিটার ও সারো দাসের কাছ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host