ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
আগামীকাল সোমবার ও পরশু মঙ্গলবার (২৪ ও ২৫ ফেব্রুয়ারি) সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২। এই দুদিন মহানগরের ৩৪ এলাকায় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা নয় ঘণ্টা বিদ্যুৎ না থাকার কথা এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন প্রকৌশলী শামস-ই-আরেফিন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, উপশহর ব্লক-এ, সাদারপাড়া, বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোওয়াগাঁও, সাদাটিকর ও আশপাশ এলাকায় সকাল ৮ থেকে বিকেল ৫ পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মিতালী টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্নারপাড়, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া, বিরতী সিএনজি, শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশ এলাকায় সকাল ৮ থেকে সকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host