ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত রোজাদারদের নিয়ে সিলেটের রেলওয়ে স্টেশনে কয়েক শতাধিক সুবিধাবঞ্চিতদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ রমজান) বিকেলে সংগঠনের সদস্য ও অতিথিদের নিয়ে খোলা আকাশের নিচে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মো. রুহুল ইসলামের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন, নকশী বাংলা ফাউন্ডেশন দাতা সদস্য প্রবাসী কমিউনিটি নেতা সেবুল আহমদ।
নকশী বাংলা ফাউন্ডেশন সভাপতি প্রিন্সিপাল মো. শাহীনুর রহমান চৌধুরী, স্বপ্নচূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মামুন মিয়া, মিজান আহমদ, হাফিজুর রহমান, শরিফ আহমদ, আব্দুল বাছিত।
ইফতার মাহফিলে অতিথিরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মানবিক দায়িত্ব হিসেবে। সাওম পালনকারী অসহায় মানুষকে ইফতার প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। আমাদের উচিত আমাদের আশেপাশের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। অনুষ্ঠান শেষে স্বপ্নচূড়ার সকল প্রবাসী কমিউনিটি সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক মো. হাবিবুর রহমান।
ইফতার মাহফিলে দেশ-জাতির কল্যাণে দুয়া পরিচালনা করেন, সংগঠনের পৃষ্টপোষক মাওলানা মাজহারুল ইসলাম জয়নাল।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host