ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৫
মো. আব্দুল শহীদ, সুনামগঞ্জ
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের নুরুল হক ভান্ডারীর কনিষ্ঠ পুত্র মো. নজরুল ইসলাম (৩০)। তিনি ইউটিউব দেখে স্ট্রবেরি চাষে বাজিমাত করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ট্রবেরি চাষের জমি ভাইরাল হয়। দীর্ঘ প্রচেষ্ঠার পর নজরুল ইসলাম প্রমাণ করেছেন এলাকার জমি স্ট্রবেরি চাষের জন্য উপযুক্ত।
সফল উদ্যোগক্তা নজরুল ইসলাম দৈনিক বাংলাবাজার প্রতিবেদককে জানান যে, স্ট্রবেরি রবি মৌসুমে চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। বগুরা জেলা থেকে দুই হাজার স্ট্রবেরির চাষা সংগ্রহ করে বাড়ির পাশে ১২শতাংশ জমিতে নিষ্ঠার সাথে চাষ করি। দীর্ঘ পাচঁ মাস পরিচর্যায় স্ট্রবেরি ফলন পাই। সুনামগঞ্জ শহরে ফল বিক্রেতাদের নিকট বাজারজাত করে আমি নিজেকে একজন গর্বিত কৃষক মনে হচ্ছে। বাগানে জন্মানো চারা গাছ বলতে গেলে আমার লাভের অংশ। আগামীতে আমি আরো ব্যাপক আকারে স্ট্রবেরি চাষ করতে কৃষি সম্প্রসারণের সহযোগিতা প্রত্যাশা করবো। পাশাপাশি এলাকার অন্যান্য কৃষক উদ্যোগক্তাদেরকে স্ট্রবেরি চাষ করতে অনুরোধ করবো। উল্লেখ্য যে, স্ট্রবেরি ফল একটি পুষ্টি সমৃদ্ধ ফল।
ফল বাজারের পাইকারি বিক্রেতা রাজিব দাস বলেন, উত্তর সুরমার একমাত্র স্ট্রবেরি চাষি নজরুল ইসলামের কাছ থেকে ৭০০ টাকা কেজি ধরে আমি ১০ কেজি স্ট্রবেরি ক্রয় করে ৮০০ টাকা কেজি বিক্রি করেছি। যারা আমার কাছ থেকে এই ফল কিনেছিলেন তারা আবারও আসছেন ক্রয় করার জন্য।
সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম জানান, এফলে অনেক পুষ্টিগুণ আছে। সেগুলো হল ১.স্ট্রবেরি হার্ট ভালো রাখতে সাহায্য করে ২.প্রচুর পানি থাকে ৩.কার্বোহাইড্রেটের পরিমাণ খুব কম ৪.প্রচুর ভিটামিন এ, সি ফোলেট ৫.ফসফরাস আর ম্যাঙ্গানিজ পাওয়া যায় ৬.দাঁত ও হাড়ের স্বাস্থ্য সুস্থ্য রাখে ইত্যাদি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host