তাহিরপুরে আগুনে বসতঘর পুড়ে ১৩ লক্ষ টাকার ক্ষতি

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

তাহিরপুরে আগুনে বসতঘর পুড়ে ১৩ লক্ষ টাকার ক্ষতি

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে অগ্নিকান্ডে একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকাসহ প্রায় ১৩ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বাগলী রতনপুর গ্রামের শের আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার খবর পেয়ে প্রতিবেশীর সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, ঘরে থাকা টাকা ও মূল্যবান আসবাবপত্র কিছুই উদ্ধার করা যায়নি।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, শের আলীর পরিবার ও প্রতিবেশীরা বলেন, তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য ঘরে নগদ ২ লক্ষ ত্রিশ হাজার টাকা লোন তোলেন। সেগুলো জ¦লে গেছে। এছাড়াও, ঘরে থাকা বিয়ের কাপড়-চোপড় ও মূল্যবান আসবাবপত্রসহ প্রায় ১৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে খবর পাওয়ার রাস্তা ঘাট ভালো না থাকায় ঘটনাস্থলে পৌছায়নি ফায়ার সার্ভিস। এতে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। তারা বলেন, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তিনটি শুল্কস্টেশন থেকে কোটি টাকা রাজস্ব নিচ্ছে সরকার। অথচ, রাস্তা ঘাটের উন্নতি না হওয়ায় চোখের সামনে ঘটে যাচ্ছে অনাকাক্সিক্ষত ঘটনা। কিন্তু রাস্তা ঘাট উন্নত হলে দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করতে পারত। রাস্তাঘাট না থাকায় বৃদ্ধ পুরুষ এবং গর্ভবতী মহিলাদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছে না।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর