ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দীক গ্রেফতার

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দীক গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযান (অপারেশন ডেভিল হান্ট) পরিচালনা করে উপজেলা ছাত্রলীগের সদস্য, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের ছাতক উপজেলার সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ছাতক উপজেলার যুগ্ম আহব্বায়ক মো. আবু বকর সিদ্দীক (২৬)কে গ্রেফতার করা হয়েছে। সে পৌরসভার ৪নং ওয়ার্ড গনক্ষাই গ্রামের মো. নুরুল হকের পুত্র।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে ছাতক থানার এসআই (নিরস্ত্র) মো. সিকান্দর আলী, এসআই মোহাম্মদ সাদেক, এসআই রেজাউল করিম, এসআই মো. রাহিম মিয়া, পিএসআই বিন-আমিন, এএসআই সাহাব উদ্দিন, এএসআই মো. তোলা মিয়া বিশেষ অভিযান পরিচালনা করে পাগল হাসান চত্তর থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সুত্রে জানা গেছে, ছাতক থানার মামলা নং-১৫,(১) ২৫ তারিখ ১০.০২.২৫ইং এর সন্দিগ্ধ আসামি মো. আবু বকর সিদ্দীক।
ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান আকন্দ, আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর