সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ : সেনাবাহিনীর হস্তক্ষেপে যান চলাচল শুরু

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ : সেনাবাহিনীর হস্তক্ষেপে যান চলাচল শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি
নিয়মিত ওয়ার্ড ক্লাস না হওয়ায় সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্রুত হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে টানা অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে কলেজের শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১০টা থেকে সিলেট- সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করে তারা। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলে তারা না মেনে অবরোধ অব্যাহত রাখে। সাড়ে দশটার দিকে সেনাবাহিনী লাঠিচার্জ করে সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে যানবাহন চালু চলাচল করে।
এর আগে ১৫ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে মানববন্ধন ও পরের দিন সড়ক অবরোধ করে টানা ৪ দিন বিভিন্ন কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা জানান, প্রথম দফা অবরোধ তুলে নেয়ার পর ওয়ার্ড ক্লাস সুবিধা ও হাসপাতাল চালুতে কার্যকরী পদক্ষেপ না নেয়ায় ফের অবরোধ নাম হন তারা। দাবি পূরণ হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুশিয়ারি শিক্ষার্থীদের।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর