ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি
জাতীয় দৈনিক ‘মুক্তির লড়াই’ পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও জেলা অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সুনামগঞ্জ পৌর শহরের কালিপুর এলাকায় পত্রিকার নতুন অফিসে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় দৈনিক মুক্তির লড়াই এর সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সিনিয়র সাংবাদিক, গল্পকার ও গবেষক আকরাম উদ্দিন, দৈনিক মুক্তির লড়াই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ খোকন, সাংবাদিক এ.কে মিলন আহমেদ ও আফজাল হোসেন।
দৈনিক বাংলাবাজার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো. আব্দুশ শহীদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন দৈনিক মুক্তির লড়াই সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার এম. তাজুল ইসলাম তারেক।
পরে জেলা ও উপজেলা প্রতিনিধিদের মধ্েয কার্ড বিতরণ করেন অতিথিরা।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা। সততা ও নিষ্টার সাথে এই পেশার দায়িত্ব পালন করা খুবই কঠিন। তাই বুঝে, শুনে এই পেশায় আসতে হবে সংবাদ কর্মীদের। দায়িত্ব পালনের মধ্যদিয়ে সুনাম ধরে রাখতে হবে। কখনও এই পেশাকে কলংকিত করা যাবে না।
তারা বলেন, নৈতিকতার সাংবাদিকতা যারা করেন, তারা এই পেশায় থেকে বিলাসিতা করতে পারেন না। যারা পেশাজীবী সাংবাদিক তাদের টানাপোড়নের সংসারে চলে সাংবাদিকতার জীবন। সভায় সততা ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ট সংবাদ লেখার আহ্বান জানানো হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host