ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫
লুৎফুর রহমান শাওন, ছাতক
সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন ভায়া দোয়ারাবাজারে কপলা-শ্রীপুর সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ২২ কোটি টাকা ব্যায়ে চলমান রাস্তা সংস্কারের কাজ শেষের আগেই রাস্তায় হাতের টানে পিচ ঢালাই উঠে যাচ্ছে। যে কারনে স্থানীয় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সরকার অধিদপ্তর (এলজিইডি)’র আওতাধীন সড়ক সংস্কারে জনগুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কার কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করায় বিক্ষুদ্ধ এলাকাবাসী রোববার বিকেল ৫টায় পান্ডারগাঁও ইউনিয়নবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। ওই কর্মসুচীতে স্থানীয়রা বলছেন, অবিলম্বে সড়ক সংস্কার কাজ সঠিক ভাবে করা না হলে কঠোর আন্দোলনের হুসিয়ারী দেওয়া হয়েছে। তবে এবিষয়ে এলজিইডি’র দায়সারা ভাব তীব্র ক্ষোভ প্রকাশ করে স্থানীয় প্রকৌশলীকে উপজেলা থেকে দ্রুত প্রত্যাহারের দাবী জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন এলাকা থেকে কপলা হয়ে সড়কটি দোয়াবাজার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপর এসেছে। এই সড়কটি দিয়ে দুটি উপজেলার ৫টি ইউনিয়নের সুড়িরগাঁও, পান্ডারগাঁও, নোয়াগাঁও, হরিপথনগর, আফসরনগর, পলিরচর, হিম্মতেরগাঁও, শ্রীপুর, মাছিমপুর, বাউসা, দোহালিয়া আইন্দারীগাঁও, বিয়ানীবাজারসহ অন্তত ৩০টি গ্রামের হাজার হাজার লোকজন এ সড়কে যাতায়াত করে থাকেন। সড়কটি বেশ কয়েক বছর ধরে চলাচলের অনুপযোগী হওয়ায় সাম্প্রতিক সময়ে এটি দরপত্র আহবান কওে স্থানীয় সরকার অধিদপ্তার (এলজিইডি)। সড়কটি সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৯২ লাখ টাকা। এটির কার্যাদেশ দেওয়া হয় ‘মেসার্স সালেহ এন্ড ব্রাদাসর্’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। গত এক মাস পূর্বে ঠিকাদার সড়ক সংস্কারের কাজ শুরু করে। তবে কাজের শুরুতেই ব্লক, গার্ডওয়াল, নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অনিয়মের অভিযোগ উঠে ঠিকাদারের বিরুদ্ধে। এতে পিচ ঢালাইয়ের পূর্বেই গার্ডওয়াল এবং ব্ল¬ক গুলোতে ফাটল এবং অনেক জায়গায় ভেঙে গেছে। ওই সড়কে কপলা থেকে শ্রীপুর বাজার পর্যন্ত পিচ গালা করা সম্পন্ন করেছে ঠিকাদার কর্তৃপক্ষ। ঠিকাদারের লোকজন সড়কের উপর ময়লা-আর্বজনা পরিষ্কার না করে কাজ করেছেন বলে অনেকেই অভিযোগ করেছেন। সরজমিনে সড়ক সংকার কাজ ওই এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তার অনেকাংশের পিচ গালা উঠে গেছে। কোথায় বৃষ্টির পানি জমে আছে। রাস্তার পাশে দেওয়া ব্লক গুলো এলোমেলো করে রাখা হয়েছে। বাঁশের লাটি দিয়ে খোঁচা দেওয়ায় ঢালাই টুকরো গুলো উঠে যাচ্ছে। সড়কের গার্ডওয়াল নির্মানে করা হয়েছে অনিয়ম। এসময় কথা হয় পান্ডারগাঁও এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মো.আব্দুল মানিকের সাথে। তিনি বলেন, এখানে সড়ক সংস্কারের নামে দূর্নীতির মহোৎসব চলছে। এতো নিম্ম মানের কাজ এর আগে কখনও দেখিনি। দুই উপজেলার জনসাধারনের যাতায়াতের প্রধান এই সড়কের কাজে উপজেলা প্রকৌশলী’র প্রতিনিধি উপস্থিত থেকেও কাজের গুণগত মান অত্যন্ত খারাপ হওয়ায় জনমনে উঠেছে প্রশ্ন। এলাকার হাজী কনু মিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি সবুজ মিয়া বলেন, সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদ করা হলেও ঠিকাদার এটি আমলেই নেয়নি। উল্টো প্রতিবাদকারীদের চাঁদাবাজির মামলা করে হয়রানী করার হুমকি দিয়েছে। হরিপথনগর গ্রামের হাফিজ আমিন উদ্দিন বলেন, সংস্কার কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করায় কাজ শেষ হওয়ার আগেই সড়কের কয়েকটি অংশের পিচ ঢালাই উঠে গেছে। এসব অনিয়ম দেখার যেন কেউ নেই। দারুল হেলা মাদ্রাসা শিক্ষক নুরুজ্জামান খাঁন বলেন, ঠিকাদার যদি সড়ক সংস্কার কাজ সঠিক ভাবে না করে, তাহলে আমরা আন্দোলনের পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো। স্থানীয় পান্ডারগাঁও ইউপি সদস্য আলী হোসেন বলেন, পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুরবাজার সড়কের প্রায় ৮কিলোমিটারে রাস্তা সংস্কার কাজে নিম্ন মানের পাথর, বিটুমিন ব্যবহার করা হয়েছে। উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ সঠিক ভাবে তদারকি না করার কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে ঠিকাদারী প্রতিষ্টান ‘মেসার্স সালেহ এন্ড ব্রাদাসর্’এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে প্রতিষ্টানের প্রতিনিধি ফয়সল আহমদ এর কাছে কাজের অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কাজে অনিয়ম হয়নি। তবে সড়কের কিছু জায়গায় ফাটল এবং পিচ উঠে গেছে। এগুলো আমরা দ্রুত রিপিয়ারিং করে দেওয়া হবে।
এবিষয়ে দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ দায়সার বক্তব্য দিয়ে এড়িয়ে যান। যদিও তার দায়িত্বের অবহেলায় ও পরিকল্পনায় সড়ক সংস্কারের এমন অনিয়মের অভিযোগ। তিনি বলেন, কাজ তো এরকম হওয়ার কথা না। আমরা কাজের তদারকি করেছি। কাজে ত্রুটি থাকলে থাকলে ঠিকাদার রিপিয়ারিং করে দিতে হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host