জামালগঞ্জে ভারতীয় মদসহ আটক ৩

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, মে ৪, ২০২৫

জামালগঞ্জে ভারতীয় মদসহ আটক ৩

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে ভারতীয় ২৬৪ বোতল মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (০৪ মে) ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ সাচনা বাজার ইউনিয়নের দুলর্ভপুর হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- জামালগঞ্জ সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবিদ আলীর ছেলে মো. সাকিবুর (৩২), মৃত সমসের আলীর ছেলে মো. জুনেল মিয়া (৩২), আব্দুর রাজ্জাকের ছেলে সাজমুল (২৪)।
জানা যায়, রবিবার ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ সাচনা বাজার ইউনিয়নের দুলর্ভপুর হাজিপাড়া গ্রামের পাশে রক্তি নদীতে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে ১৬৮ বোতল (৩৭৫ এমএল) ও ৯৬ বোতল (১৮০ এমএল) ভারতীয় মদের বোতলসহ মোট ২৬৪ বোতল ভারতীয় মদ জব্দ ও ৩ ব্যবসায়ীকে আটক করা হয়।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় বিভিন্ন ধরনের ২৬৪ বোতল মদসহ ৩ জন ব্যবসায়ীকে আটক ও তাদের ব্যবহৃত নৌকা জব্দ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর