ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, মে ১০, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি
জেলা প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
চেক বিতরণের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, সিভিল সার্জন ডা: জসিম উদ্দিন।
অনুষ্ঠানে এ ছাড়াও বক্তব্য রাখেন বক্তব্য রাখেন আহত যোদ্ধা ফয়সল আহমদ, আহত যোদ্ধা সাংবাদিক আল হেলাল।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পেশ করেন ক্বারী মাহবুবুর রহমান। পরে চেক বিতরণ করেন অতিথিরা।
পরে জুলাই’২৪ গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। জেলায় ২৭২জনকে প্রতিজনে ১ লাখ টাকা করে চেক প্রদান করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host