তাহিরপুরে মাদরাসার টয়লেট থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, মে ১১, ২০২৫

তাহিরপুরে মাদরাসার টয়লেট থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

তাহিরপুর সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুরে মাদরাসার টয়লেট থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১১ মে) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার বাদাঘাট দারুল ইসলাহ্ মডেল মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী শাহীন আলম (১৩) উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের জামতলা গ্রামের সাজিনুর রহমানের ছেলে। সে ওই মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
মাদরাসার শিক্ষক ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে শিক্ষার্থী শাহীন প্রতিষ্ঠানের ভেতরে থাকা টয়লেটে ঢুকেন। অনেক সময় অতিবাহিত হলেও টয়লেট থেকে বের না হলে বিষয়টি সন্দেহজনক মনে হলে অন্য শিক্ষার্থীরা টয়লেটের দরজার উপরে দিয়ে শাহীন অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্বজনরা তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, শিক্ষার্থীর মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ময়না তদন্ত করলে মৃত্যুর কারণ জানা যাবে।
নিহত শিক্ষার্থীর বাবা সাজিনুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে নিহতের বড় ভাই সায়েদ মিয়া কল রিসিভ করে বলেন, তাঁর ছোট ভাই শাহীন বাড়ি থেকে যাওয়ার সময় সুস্থ ছিল। কোনো অসুখ-বিসুখও তার ছিল না। কীভাবে মৃত্যু হয়েছে, সেটির রহস্য উদঘাটনের দাবি জানান তিনি।
বাদাঘাট দারুল ইসলাহ্ মডেল মাদরাসার পরিচালক মাওলানা হাবিবুর রহমান বলেন, মৃত্যুর বিষয়টি নিয়ে অনেকে নানান কথা বলছে। বিষয়টি নিশ্চিত হতে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক বলেছেন ময়না তদন্ত হলে প্রকৃত কারণ জানা যাবে।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের লোকজন ও প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। কিভাবে মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ ২৪ খবর