এবার এলো ট্রাক ভর্তি কয়লার চালান
সীমান্তে ভারতীয় পণ্য জব্দ হলেও কারবারীরা অধরা

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, মে ১১, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>এবার এলো ট্রাক ভর্তি কয়লার চালান</span> <br/> সীমান্তে ভারতীয় পণ্য জব্দ হলেও কারবারীরা অধরা

নিজস্ব প্রতিবেদক
সাম্প্রতিককালে সিলেটের বিভিন্ন সীমান্তে প্রায় প্রতিদিনই ভারতীয় চোরাই পণ্য জব্দ করছে বিজিবি। লাখ টাকা থেকে কোটি টাকার এসব পণ্যের চালান জব্দ করলেও কোনো সময়ই ধরা পড়েনি চোরাই পথের গডফাদাররা। বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিগুলোতে জানানো হয়- বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা আগেভাগেই পালিয়ে যায়। তাদের এমন বক্তব্যের বিপরীতে সহসাই প্রশ্ন জাগে জনমনে। ভারত থেকে প্রায় প্রতিদিনই বড় বড় চালান আসছে, খবর পেয়ে বিজিবি তা জব্দও করছে। কিন্তু কারবারীরা নিরাপদে সটকে পড়ছে। বিষয়টি অনেকটা সন্দেহের জন্মও দিচ্ছে স্থানীয় জনপদে।
জানা যায়, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তে একটি কার্গো ট্রাকভর্তি ভারতীয় কয়লার চালান জব্দ করেছে বিজিবি। শনিবার (১০ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকা থেকে এই কয়লার চালানটি জব্দ করা হয়।
তবে এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়লাভর্তি ট্রাক রেখেই পালিয়ে যায় চোরাকারবারি চক্রের সদস্যরা।
এদিকে, একই সময়ে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর ইউনিয়নের শ্বশানঘাট এলাকা থেকে ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করে নারায়নতলা বিওপির একটি টহল দল।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, ঈদকে সামনে রেখে চোরাচালানীরা তৎপরতা হয়ে ওঠেছে। তাদের রুখতে ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কড়া নজরদারি রয়েছে।

সর্বশেষ ২৪ খবর