প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জানালেন ৮ সদস্য

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫

প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জানালেন ৮ সদস্য

মধ্যনগর সংবাদদাতা
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আব্দুস ছাত্তারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব দিয়েছেন ৮ জন ইউপি সদস্য। গতকাল সোমবার (১২ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ প্রস্তাব জমা দেওয়া হয়।
এর আগে দুপুরে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলী উছমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে আব্দুস ছাত্তারের পরিবর্তে ১ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান তালুকদারকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।
জানা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস ছাত্তারকে প্যানেল চেয়ারম্যান-১ এবং ১ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান তালুকদারকে প্যানেল চেয়ারম্যান-২ হিসেবে মনোনীত করা হয়। চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটুর অনুপস্থিতিতে ছাত্তার ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করছিলেন।
অভিযোগকারী ইউপি সদস্যরা হলেন, কাকলী রানী তালুকদার, জেসমিন আক্তার, রোকেয়া আক্তার, হাবিবুর রহমান তালুকদার, সুমন বর্মণ, সুশীন চন্দ্র বিশ্বাস, আলী উছমান ও আরও একজন সদস্য। তারা অভিযোগ করেন, প্যানেল চেয়ারম্যান ছাত্তার নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না এবং পরিষদের বিভিন্ন প্রকল্পে স্বেচ্ছাচারিতা করেন। ইউপি সদস্যদের না জানিয়ে প্রকল্প অনুমোদন, অনৈতিকভাবে অর্থ উত্তোলন, আত্মীয়স্বজনদের অনুদান প্রদান এবং নিজের এলাকায় একচেটিয়াভাবে প্রকল্প গ্রহণের অভিযোগও তোলেন তারা।
বিক্ষুব্ধ সদস্যদের অভিযোগ, এসব কারণে সাধারণ জনগণ পরিষেবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তারা ছাত্তারকে অব্যাহতি দিয়ে হাবিবুর রহমান তালুকদারকে দায়িত্ব দেওয়ার দাবি জানান।
অভিযোগ অস্বীকার করে আব্দুস ছাত্তার বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে ইউনিয়নের কাজ যথাযথভাবে পরিচালিত হচ্ছে। ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’
এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, ‘প্যানেল চেয়ারম্যান-১ এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর