ঢাকা ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫
জগন্নাথপুর সংবাদদাতা
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর শাহপুর এলাকায় সরকারি খালের উপর গড়ে ওঠা চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টার দিকে হবিবপুর শাহপুর মাদ্রাসা পয়েন্ট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে খালের ওপর পাকা চারটি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
অভিযান পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা।
অভিযানে তাকে সহায়তা করেন জগন্নাথপুর থানা পুলিশের এসআই লুৎফুর রহমান।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই খালের উপর পাকা দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন এনামুল হক, রাগীব আলী, নুর মিয়া ও মইনুদ্দিন। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) নজরে আসার পর অবৈধ স্থাপনাগুলো নিজ দায়িত্বে সরিয়ে নিতে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও স্থাপনাগুলো সরানো হয়নি।
ফলে বৃহস্পতিবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে চারটি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা বলেন, ‘দীর্ঘদিন ধরে সরকারি খালের ওপর পাকা স্থাপনা করে ভাড়া দেওয়া হচ্ছিল। আজ অভিযান চালিয়ে চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই ধরনের অভিযান চলমান থাকবে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host