ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ শহরতলীর গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের একটি বাসায় জামগাছের সাথে ঝুলে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) দিবাগত গভীর রাতে লালপুর বাজার সংলগ্ন একটি বাড়িতে ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম মোশাররফ হোসেন (৩৫)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে।
নিহত যুবকের স্বজনরা জানান,মোশাররফ হোসেন শারীরিক ও মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। সে সবসময় রাত জেগে মোবাইলে গেইম খেলত। ঘটনার রাতে আমরা প্রতিদিনের মতো খাওয়া দাওয়া শেষে করে ঘুমিয়ে পড়ি। রাত অনুমান ৩টার দিকে খবর পাই মোশাররফ হোসেন জামগাছের সাথে ফাঁস লাগিয়ে মারা গেছে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
ঘটনার বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম জানান, নিহত যুবকটি শারীরিক ও মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। ছেলেটি মোবাইলে সবসময়ই জুয়া খেলত নেশা করত। জামগাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পোস্ট মর্টেমের পর জানা যাবে প্রকৃত কারন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host