ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, মে ২০, ২০২৫
দোয়ারাবাজার সংবাদদাতা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও দোহালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) ভোররাতে ছাতক পৌর এলাকায় ‘ডেভিল হান্ট’ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বাসিন্দা।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আনোয়ার মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে।’
প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় ঘটনায় গেল বছরের ৪ সেপ্টেম্বর সুনামগঞ্জে একটি মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করা হয়। দ্রুত বিচার আইনে করা ওই মামলায় কাজী আনোয়ার মিয়া এজাহারভুক্ত ৪৮ নম্বর আসামি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host