ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, জুন ১, ২০২৫
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইন করা ১৬ জনের মৌলিক চাহিদা পূরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
গত শুক্রবার (৩০মে) বিকালে আশ্রয়ন প্রকল্পে থাকা ১৬ জনকে দেখতে যান তিনি। এসময় তাদের সবার মাঝে পরিধানের পোশাক, খাদ্য, ওষুধ বিতরণ করা হয়। তারা এসব পেয়ে খুশি হয়ে সন্তোষ প্রকাশ করেছেন আটককৃত পরিবারের সদস্যরা।
জানাযায়, গত ২৮মে ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউপির নোয়াকোট বিওপির অধীনস্থ ছনবাড়ি সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। বিএসএফ এর পুশইন করা ১৬ জনকে ওইদিন বিকেলে ছাতক থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের মধ্যে পুরুষ ৫ জন, মহিলা ৫জন, ছেলে ৪ জন, মেয়ে ২জন রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার ৫টি পরিবারের সদস্য। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে আমেরতল গ্রামের জাহান আরা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ নিরাপত্তায় ১৬জনের থাকা খাওয়ার জন্য আশ্রয়ন প্রকল্পের ব্যবস্থা করা হয়। এছাড়া আটককৃত জন্য পরিধানের পোশাক, খাদ্য, ওষুধ সহ মৌলিক চাহিদা মেটাতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম যুগান্তর পত্রিকাকে
জানান, মৌলিক চাহিদা প্রত্যেক মানুষই পাওয়ার অধিকার রাখে এবং এসব পূরণ ছাড়া মানুষের বেঁচে থাকা, নিরাপত্তা অর্জন এবং প্রকৃত মনুষ্যত্ব অর্জন সম্ভব হয় না। যেহেতু তাদেরকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তাদের মৌলিক চাহিদা পূরণ করা আমার কর্তব্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তাদেরকে আশ্রয়ণ প্রকল্পে রাখা হবে। এখানে তাদের থাকা, খাওয়া, পোশাক, চিকিৎসার ব্যবস্থা শতভাগ নিশ্চিত করা হয়েছে এবং তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশের ৫ জন সদস্য ২৪ঘন্টা কাজ করছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host