ঢাকা ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জুন ১, ২০২৫
বিজয়ের কণ্ঠ ডেস্ক
সীমান্তের ওপারে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা রেকর্ড বৃষ্টির পানিতে সিলেটের সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। এতে সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন নিম্নাঞ্চলে ইতোমধ্যে বন্যা পরিস্থিতি ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, রোববার (১ জুন) দুপুর ১২টায় সিলেটে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৮২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। গতকাল সন্ধ্যায় বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচ থেকে আজ সকাল ৬টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করে নদীটি পানি।
এছাড়াও এ নদীর পানি সকাল ৯টায় কানাইঘাটের লোভাছড়া পয়েন্টে বিপৎসীমার ১০৬ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।
দুপুর ১২টায় কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জ উপজেলার আমলশীদ পয়েন্টে ১২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা আগের দিন সন্ধ্যায় বিপৎসীমার ১৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিলো।
এছাড়া মনু নদীর পানি সকাল ৯টায় মৌলভীবাজার পয়েন্টে বিপৎসীমার ১ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে সকালের রিপোর্টে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ২৪ ঘণ্টার বৃষ্টির হিসাবে চলতি বছর এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত।
এছাড়াও মৌলভীবাজার জেলার দক্ষিণভাগে ৩৫৫ মিলিমিটার, সিলেটের বিয়ানীবাজারের শেওলায় ৩২২, মৌলভীবাজারের শেরপুরে ২৫৮, সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে ২১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host