ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুন ৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের তেলিপাড়া মোল্লার দোকান হতে আদর্শ উচ্চ বিদ্যালয় রুস্তমপুর পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায পুরো রাস্তায় বড় বড় গর্তের কারণে বৃষ্টির পানি জমে ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। এতে করে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানান, তেলিপাড়া মোল্লার দোকান হতে আদর্শ উচ্চ বিদ্যালয় রুস্তমপুর পর্যন্ত রাস্তাটি দিয়ে প্রতিদিন স্থানীয় মসজিদে মুসল্লী, আদর্শ উচ্চ বিদ্যালয় ও রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আশপাশ এলাকার শত শত মানুষ যাতায়াত করে থাকেন। রাস্তাটি দীর্ঘ প্রায় দশ বছর থেকে সংস্কার না হওয়ার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ওই রাস্তা দিয়ে চলাচলকারীদের মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসী জানান, তেলিয়াপাড়ার ভেতরে রাস্তার দুপাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে ভিটুমিনের রাস্তা দ্রুত নষ্ট হয়ে যায়। তাদের দাবি, গ্রামের ভেতরের রাস্তাটি আরসিসি ঢালাই করে দিতে হবে। না হলে রাস্তাটি বারবার মেরামত করে দিলেও কোন কাজে আসবে না।
জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কারে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host