ঢাকা ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুন ১০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর আম্বরখানা এলাকায় লিচু কম দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন- সিলেট মহানগর শ্রমিক ইউনিয়ন নেতা নুরুল ইসলাম ও ফল ব্যবসায়ী আনসার আলী।
আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক। তবে এবিষয়ে থানায় কোন মামলা হয়নি বলেও জানান তিনি।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, গতকাল রবিবার সন্ধ্যায় আম্বরখানা এলাকায় ১০০ লিচুর মধ্যে ৪টি লিচু কম থাকায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। এসময় স্থানীয় ব্যবসায়ীরা আতংকিত হয়ে দোকানপাট বন্ধ করে দেন। খবর পেয়ে সেনাবাহিনী এবং কোতোয়ালি ও বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host