আহত ১, অভিযোগ দায়ের
শাল্লায় মেয়ে পালিয়ে যাওয়ায় প্রেমিকের বাড়িতে হামলা

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>আহত ১, অভিযোগ দায়ের</span> <br/> শাল্লায় মেয়ে পালিয়ে যাওয়ায় প্রেমিকের বাড়িতে হামলা

হাফিজুর রহমান, শাল্লা
সুনামগঞ্জের শাল্লায় এক মেয়ে ভালবেসে ছেলের হাত ধরে আত্মগোপনে চলে যাওয়ায় ছেলের বাড়িতে হামলা করেছে মেয়ে পক্ষ। বৃহস্পতিবার (১৯ জুন) রাত আনুমানিক ৯টার দিকে শাল্লা উপজেলার সিমের কান্দা গ্রামে জয়নাল মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানাগেছে, শাল্লা উপজেলার সিমের কান্দা গ্রামের একই এলাকার আরব আলীর কন্যা সাথে জয়নাল মিয়ার ছেলে কুকন মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত ১৯ জুন আরব আলীর কন্যা সাবিকুন নাহার জয়নাল মিয়ার ছেলে কুকনের হাত ধরে আত্মগোপনে চলে যায়।
ক্ষুব্ধ হয়ে মেয়ের বাবা আরব আলীর হুকুমে ও তার আত্মীয় স্বজন দেশীয় অস্ত্র দিয়ে জয়নাল মিয়ার বাড়িতে হামলা চালিয়ে মালামাল লুট পাটসহ জয়নাল মিয়ার স্ত্রী শাহনাজ কে উঠিয়ে নিয়ে যায় মেয়ে সাবিকুন নাহারের বাবা আরব আলীর বাড়িতে। শাহনাজকে বেধড়ক মারপিট করে আরব আলীর লোকজনেরা।
আহত অবস্থায় শাহনাজকে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে জয়নাল মিয়া বাদী হয়ে মেয়ে সাবিকুন নাহারের বাবা আরব আলীকে প্রধান আসামী করে ২১ জনের নামে শাল্লা থানায় অভিযোগ করেছে।
অপরদিকে মেয়ে সাবিকুন নাহারের বাবা আরব আলীর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, আমার মেয়ে মনুয়া কালাই মিয়া হাইস্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে, সাবিকুন নাহারকে জোর করে নিয়ে গেছে কুকন। আমি বদী হয়ে ছেলে কুকন সহ তার বাবা জয়নাল মিয়া ও মা শাহনাজ সহ কয়েকজনকে বিবাদী করে শাল্লা থানায় জিডি করেছি।
এ বিষয়ে জানতে চাইলে শাল্লা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, দু পক্ষেই অভিযোগ দিয়েছে বিষয়টি তদন্ত চলছে।

সর্বশেষ ২৪ খবর