ঢাকা ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে, নিয়মিত মামলায় ০১ জন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০২ জন আসামিসহ ০৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ জুন-২৫) জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোহাম্মদ সাকিব হোসেন, এসআই (নিরস্ত্র) নুর উদ্দিন আহমেদ, এসআই(নিরস্ত্র) মোঃ লুৎফর রহমান, এসআই(নিরস্ত্র) রিফাত সিকদার, এএসআই(নিরস্ত্র) আলী আকবর নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় জগন্নাথপুর থানার মামলা নং-৮, তারিখ-১৪/০৬/২০২৫, ধারা- ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর এজাহারনামীয় আসামি উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত ছমির উদ্দিনের পুত্র তাহির মিয়া(৩০)কে সন্ধ্যার দিকে রানীগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে।
পৃথক অভিযানে ননজিআর-৪৭/২৪ (জগঃ) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি হিসেবে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আহমদাবাদ কুবাজপুর গ্রামের হান্নান মিয়ার পুত্র ইমন মিয়া(২০) কে বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এদিকে অপর আরেকটি জিআর-৪৫/২৫ (জগঃ) মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি রানীগঞ্জ ইউনিয়নের অর্ন্তগত শিবগঞ্জ এলাকার লাল মিয়ার ছেলে অপু মিয়া(২৮) কে সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ বাজার থেকে গ্রেপতার করে পুলিশ।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host