টাঙ্গুয়ার হাওর নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় ড. অঞ্জন কুমার দেব রায়
হাওরটিকে পুনরুজ্জীবিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>টাঙ্গুয়ার হাওর নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় ড. অঞ্জন কুমার দেব রায়</span> <br/> হাওরটিকে পুনরুজ্জীবিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর জলাভূমি বাস্তুতন্ত্র প্রকল্পের সম্প্রদায় ভিত্তিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে কর্মশালায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম, প্রধান অতিথি বক্তব্য রাখেন কৃষি, প্রাণী সম্পদ ও গ্রামীণ প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশ পরিকল্পনা কমিশন এর অতিরিক্ত প্রধান ড. অঞ্জন কুমার দেব রায়।
এসময় তিনি বলেন, টাঙ্গুয়ার হাওরটিকে আমরা পুনরুজ্জীবিত করতে চাই। তা সম্ভব কেবল হাওর পাড়ে বাসিন্দাসহ সবার সহযোগিতা। জেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার নির্দেশনা দিলেও তা মানা হচ্ছে না।
এসময় তিনি টাঙ্গুয়ার হাওর নিয়ে উদাহরণ হিসেবে বলেন, ঘোড়া গাড়ি দিয়ে ধান টানা হয়, সেই গাড়িতে একজন বসে লাঠি দিয়ে মারছে আরও দুজন গাড়িতে বসে আছে, গাড়ি দিয়ে ধান নিতেই হবে এই অত্যাচার করা হচ্ছে। ঘোড়া দুটি ধান বহন করে নিতেই হবে তার জন্য লাঠি দিয়ে আগাত করছে। এবার কি চিন্তা করছে যে ঘোড়া দুটির মানুষ ধান বহন করার ক্ষমতা আছে কী নাই। টাঙ্গুয়ার হাওরের অবস্থান সেই ঘোড়ার মতই হয়েছে। এথেকে আমাদের সবাইকে বের হতে হবে। পর্যটন বিকাশে স্থানীয় জনগনের অংশীদারত্ব রাখতে হবে।
এসময় হাওর পাড়ে বাসিন্দাগন টাঙ্গুয়ার হাওর কে ধংশের জন্য এনজিও সংস্থা সহ হাওর কেন্দ্রীক সংগঠন কে দায়ী করে। একেই সাথে টাঙ্গুয়ার হাওরে তাদের জমি আছে তা সরকারি ভাবে কিনে নিতে দাবী করেন। কারন যে বা যারাই হাওর নিয়ন্ত্রণে কাজ করুন তাতে সমস্যা নেই। একেই সাথে তাদের সমস্যার কথা ও টাঙ্গুয়ার হাওর কিভাবে রক্ষা করে পূর্বের অবস্থানে নেয়া যায় তার জন্য পরামর্শ দেন।
কর্মশালায় তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক এবং ঢাকা ল্যাবরেটরি,পরিবেশ ও পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক শাহেদা বেগম,প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ ইফতেখার হোসেন,ঢাকা ল্যাব ডিওই পরিচালক মোহাম্মদ সোলায়মান হায়দার, অতিরিক্ত সুনামগঞ্জ জেলা প্রশাসক সমর পাল,মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়,পরিবেশ রক্ষা আন্দোলন সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ প্রমুখ।
এসময় টাঙ্গুয়ার হাওর পাড়ের বাসিন্দা, শিক্ষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্য, নৌপর্যটন শিল্প সমবায় সমিতি, হাউজবোট অর্নাস এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ ২৪ খবর