ঢাকা ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫
শাল্লা প্রতিনিধি
সুনাগঞ্জের শাল্লা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা কৃষি প্রশিক্ষন ডিএই মো. আনোয়ার হোসেন।
কংগ্রেসে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাশ, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সওকত জামিল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, ডা. উসমান গনি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান উপ সহকারী কৃষি কর্মকর্তা বিদুর চন্দ্র দাস, বিভোতোষ দাস উপ সহকারী উৎবিদ সংরক্ষণ কর্মকর্তা প্রমুখ।
বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ ধরনের কংগ্রেসে কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি হয়।
তাছাড়া পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিত, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় কৃষক, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host