এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণ-ধর্ষণ মামলা গ্রেফতার পুলিশ কনস্টেবল!

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২৫

এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণ-ধর্ষণ মামলা গ্রেফতার পুলিশ কনস্টেবল!

নিজস্ব প্রতিবেদক
এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণ পুর্বক ধর্ষণের অভিযোগে আইনুল হক নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোরে সুনামগঞ্জের ধর্মপাশা থানা ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আইনুল পুলিশের সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলা পুলিশের ধর্মপাশা থানায় কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। তিনি সিলেটের গোয়াইঘাট উপজেলার পুর্ব জাফলং ইউনিয়নের ইসলামপুর দুভাগ গ্রামের নুর উদ্দিনের ছেলে। অভিযুক্ত আইনুলের স্ত্রী-সন্তান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা সার্কেল অফিসার (সহকারি পুলিশ সুপার) আলী ফরিদ আহমেদ ও থানার ওসি মোহাম্মদ এনামুল হক।
ধর্মপাশা থানায় দায়েরকৃত মামলার ভিকটিমের পরিবার জানায়, ধর্মপাশা থানায় কনস্টেবল পদে কর্মরত থাকার সুবাধে আইনুল থানা ভবনের পার্শ¦বর্তী পাড়ার সনাতন ধর্মালম্বী (হিন্দু)পরিবারের পিতৃহীন ওই কলেজ ছাত্রীর সাথে বছর খানেক ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মন দেয়া নেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপে কথাবার্তা, ছবি, ভিডিও ফুটেজ আদান করেন প্রেমিক-প্রেমিকা দু’জনেই। সুনামগঞ্জের পাশর্^বর্তী জেলার একটি কলেজে চলতি বছর ২৬ জুন এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে দুপুরের দিকে বেড়ানোর কথা বলে মুঠোফোনে ওই কলেজ ছাত্রীকে ধর্মপাশার মহদীপুর স্পীটবোট ঘাটে আসতে বলেন আইনুল। এরপর ঘাটে আসলে স্পীডবোট যোগে বিকেলের দিকে সুনামগঞ্জে বেড়ানোর কথা বলে কৌশলে জেলা শহর সুনামগঞ্জ নিয়ে আসা হয় কলেজ ছাত্রীকে। ওই দিন দিবাগত রাত ৮টার দিকে শহরের ওমর আবাসিক হোটেলে উঠেন আইনুল ও কলেজ ছাত্রী। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেল কক্ষে রাতভর একাধিকবার জোরপুর্বক ধর্ষণ করেন আইনুল।
পরদিন ২৭ জুন বেলা ১২টা অবধি হোটেল কক্ষ ত্যাগ করার পূর্ব মুহূর্ত অবধি ওই কলেজ ছাত্রীকে আরো কয়েক বার ধর্ষণ করেন কনস্টেবল আইনুল। ওই দিন ১২টার পর সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন শাখা, আদালতে ডাক পৌছে দিয়ে আইনুল কলেজ ছাত্রীকে সাথে নিয়ে ফিরেন ধর্মপাশায়।
প্রেম পরবর্তী কৌশলে অপরহণ ধর্ষণের ঘটনাটি পরিবারের লোকজন ও ধর্মপাশা থানা পুলিশকে অবহিত করেন ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী। সম্ভ্রমহানির এক পর্যায়ে বিয়ের দাবিতে সোমবার সকাল থেকে ধর্মপাশা থানা ভবনে অবস্থান নেন তিনি। কনস্টেবল আইনুল বিয়েতে অস্বীকৃতি জানালে কলেজ ছাত্রী সোমবার দিবাগত রাতে থানায় আইনুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
রাতেই অভিযোগটি অপহরণ ধর্ষণ মামলা হিসাবে থানায় রুজুর পর মঙ্গলবার ভোররাতে থানা ভবন থেকেই কনস্টেবল আইনুলকে গ্রেফতার করে ধর্মপাশা থানা পুলিশ।

সর্বশেষ ২৪ খবর