শাল্লায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

শাল্লায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

শাল্লা প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার মির্জাকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া(৬) এবং মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানভির মিয়া(৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, আকিব তার মামা লীল মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল। সেখানে খেলাধুলা করছিল তানভীরের সঙ্গে। একপর্যায়ে দুই শিশু পুকুরে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশু তানভিরের বাবা কবির হোসেন বলেন, খেলার ছলে কখন যে পুকুরে পড়ে গেল বুঝতেই পারিনি। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমার ছেলে ও ভাগিনার এই মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্ট হচ্ছে।
শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাজীব বিশ্বাস জানান, বাচ্চা দু’জন হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল। আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি।
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর