ঢাকা ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
ভারতের মেঘালয় থেকে নিয়ে আসা থান কাপড়ের ট্রলার বোঝাই চালানসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৩ জুলাই) সুনামগঞ্জ জেলা পুলিশের মধ্যনগর থানা পুলিশ ওই চালানসহ চোরাকারবারি উমর ফারুককে গ্রেফতার করেন। উমর ফারুক মধ্যনগরের চান্দালীপাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, ভারতের মেঘালয় থেকে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা একটি থান কাপড়ের ট্রলার বোঝাই চালান বৃহস্পতিবার সকালে জব্দ করে মধ্যনহর থানা পুলিশ। ওই সময় সহ থান কাপড় চোরাচালানের সাথে জড়িত উমর ফারুক নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান জানান, ওই চালানটিতে ১৩১৩ গজ (প্যান্ট পিস) ও একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত কাপড়, ট্রলারের আনুমানিক মুল্য ৮ লাখ ২৭ হাজার ১৫০ টাকা।
পুলিশের ধারণা জেলার মধ্যনগর সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্য থেকে ওই থান কাপড়ের চালানটি নিয়ে আসা হয় হাওর ও সড়ক পথে রাজধানী ঢাকায় সড়িয়ে নিয়ে যেতে।
বৃহস্পতিবার গ্রেফতার চোরাকারবারি উমর ফারুক সহ অজ্ঞাত নামা চোরাকারবাদির নামে মধ্যনগর থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host