ঢাকা ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৫
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে বালু তোলার অবৈধ লিস্টার মেশিন ব্যবহার করায় একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে অবৈধ লিস্টার মেশিন দ্বারা বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে জৈনক শুসেন দাসের এর নিকট থেকে।
আদালতে নেতৃত্ব দেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে এই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধ লিস্টার মেশিন দিয়ে বালু উত্তোলনকারী শুসেন দাসের কাছ থেকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ছাতক থানা পুলিশ ও নৌ-পুলিশের ফোর্সবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক বালু ব্যবসায়ীকে পাওয়া যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host