তাহিরপুরে বিদেশি মদ ইয়াবা জব্দ, পেশাদার কারবারি আটক

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৫

তাহিরপুরে বিদেশি মদ ইয়াবা জব্দ, পেশাদার কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
পর্যটন কেন্দ্র নিলাদ্রীর পেশাদার মাদক কারবারি বাবুলকে বিদেশি মদ ইয়াবার চালানসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিস্ট ধারায় তার বিরুদ্ধে সুনামগঞ্জের তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাবুল সুনামগঞ্জের তাহিরপুরের উওর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম টেকেরঘাটের লাকমা (বন্দেরহাটি) আশ্রব আলীর ছেলে।
রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুরিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, তাহিরপুর থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবীর দাশ সঙ্গীয় অফিসার্স ফোর্স নিয়ে শনিবার মধ্যরাত পরবর্তী সময়ে সীমান্ত গ্রাম টেকেরঘাটের লাকমা (বন্দেরহাটি) বাবুলের বসতঘরের খাঁটিয়ার নিচে রাখা ৪ বোতল বিদেশি মদ, ১০৩ পিস ইয়াবা জব্দ করেন। ওই সময় পেশাদার মাদক কারবরি বাবুলকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল জানায়, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীক টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের পতিত কোয়ারি নিলাদ্রীতে মোটরসাইকেল-হাউসবোটে বেড়াতে আসা কিছু সংখ্যক বিপথগামী পর্যটকগণ, এলাকার মাদকসেবীদের নিকট অন্যদের ন্যায় গেল কয়েকবছর ধরে বিদেশি মদ, বিয়ার,ইয়াবা বিক্রয় করে আসছিলো।
রোববার বিকেলে উপজেলার টেকেরঘাটসহ আশে পাশের এলাকার সীমান্তবর্তী মানুষজন অভিযোগ করেন, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীক টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের পতিত কোয়ারি নিলাদ্রীতে মোটরসাইকেল-হাউসবোটে, বারেকটিলা,শিমুলবাগান, জাদুকাটা নদী, টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসা প্রতিনিয়ত কিছু সংখ্যক বিপথগামী পর্যটকগণের চাহিদা পুরণে গেল এক যুগের বেশী সময় ধরে মোবাইল ফোনে,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্রুপ,ম্যাসেনজার খুলে সীমান্তবর্তী টেকেরঘাট, লাকমা, বড়ছড়া, রজনীলাইন, চাঁনপুর, রাজাই, বারেকটিলা, লালঘাট, চারাগাঁও, কলাগাঁও,জঙ্গলবাড়ি বাগলী, লাউরগড়, মাণিগাঁও, হাওর তীরবর্তী, বালিয়াঘাট, শ্রীপুর বাজার, তরং সহ কমপক্ষে শতাধিকের উপর গ্রামে কয়েক শতাধিক মাদক কারবারি নির্বগ্নে ইয়াবা, গাঁজা, বিদেশি মদ বিয়ার বেচা কেনার কারবার চালিয়ে যাচ্ছে।
অভিযোগ রয়েছে, পর্যটক আকৃষ্ট করতে কিছু হাউসবোটের মালিক, মাঝি সুকানি,স্টাফরাও বিদেশি মাদক, কসমেটিকস সহ নানা চোরাকারবারের সাথে জড়িয়ে পড়েছেন।

সর্বশেষ ২৪ খবর