ঢাকা ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বিনামূল্যে ৬ টি পরিবারকে গরু বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১০ জুলাই) সকালে এনজিও সংস্থা আরপিডব্লিউএসের বাস্তবায়নে সদরপুর সংলগ্ন অত্র অফিস প্রাঙ্গণে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে এ গরু বিতরণ করা হয়।
আরপিডব্লিউএসের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিমের সভাপতিত্বে ও কর্মী সংগঠক জাকারিয়া আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, এনজিও সংস্থা পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক ও সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ। এসময় বিভিন্ন এলাকা থেকে আগত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host