দিরাইয়ে পুকুরে ভাসছিল কাইয়ুমের মরদেহ

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫

দিরাইয়ে পুকুরে ভাসছিল কাইয়ুমের মরদেহ

দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই পৌর শহরের একটি পুকুরে ভাসতে থাকা কাইয়ুম (৪০) নামের মানসিক ভারসাম্যহীন এক পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ডা.রাসেন্দ্র কুমার তালুকদারের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পুকুরে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকার স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তি উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত কছির আলীর ছেলে।
মধুপুর গ্রামের শাহিন মিয়া জানান, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি দুইদিন যাবৎ নিখোঁজ ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মানসিক ভারসাম্যহীন নিহতের পরিচয় পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর