ঢাকা ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫
বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জের দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারিছ মিয়া( ৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) আনুমানিক দুপুর ১২টার সময় উপজেলার ৪নং চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
এসময় স্বামীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে আহত হয়েছেন তার স্ত্রী। নিহত হারিছ মিয়া কার্তিকপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নতুন ঘরের বেড়া বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হারিছ মিয়া। পরে তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারিছ মিয়াকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host