ঢাকা ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫
বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই মজিবুর রহমান (৬০) খুন হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার চরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।
জানা যায়, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঘাতক বড় ভাই লুৎফুর রহমানকে গ্রেফতার করেছে। নিহত ও ঘাতক দুজনই চরগাঁও গ্রামের কামরু মুন্সির ছেলে।
পুলিশ জানায়, বিশ্বম্ভরপুর উপজেলার চরগাঁও গ্রামের বাসিন্দা লুৎফুর রহমান ও মজিবুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার ঈশার নামাজের সময় মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাই মজিবুর রহমানকে বাঁশের শক্ত গোড়া দিয়ে আঘাত করেন বড় ভাই লুৎফুর রহমান। স্থানীয়রা আহত মজিবুর রহমানকে উদ্ধার করে প্রথমে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে সিলেটের এমজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের বাঁশের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। ঈশার নামাজের সময় মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘাতক বড় ভাইকে গ্রেফতার করা করেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host